•  
  • * Alpha Version

আমাদের কথা

আমাদের কথা

টেকমাস্টার্সের শুরু ২০১৪ সালের নভেম্বরে এবং শুরু থেকে আমাদের একটাই লক্ষ্য ছিল যে, আমরা মান সম্পন্ন কোর্স অফার করবো তথ্যপ্রযুক্তি বিষয়ে. যেহেতু প্রোগ্রামিং কমিউনিটির সাথে ২০০৩ থেকে জড়িত, প্রথম লক্ষ্য ছিলো যাদের সবাই চেনে, এমন সব বাঘা বাঘা প্রোগ্রামার্দের নিয়ে কিছু করা. আমাদের শুরুর দিকে সব কোর্স ছিলো ক্লাসরুম ভিত্তিক, আর যেহেতু আমাদের সব ট্রেইনার ই প্রফেশনালই কোথাও না কোথাও কাজ করছে, সবার সময় দেয়া কঠিন হচ্ছিল. ঠিক একইভাবে যারা এই সব কোর্স করতে আগ্রহী তাদের অনেকেই ঢাকার বাইরে থাকেন, অথবা অফিস এর সময় এবং অবস্থানের কারনে আসতে পারতেন না. যারা স্টুডেন্ট, তাদের ও অনেক সমস্যা কোর্সের ফি নিয়ে. সবকিছু চিন্তা ভাবনা করে ২০১৮ এর শুরুর দিকে আমরা স্বিদ্ধান্ত নেই যে, আমাদের নিজস্ব একটা অনলাইন প্লাটফর্ম দরকার, যেখানে পৃথিবীর যে কোন প্রান্তে থেকে যে কেউ কোর্স করতে পারবে এবং করাতে পারবে.

আমাদের লক্ষ্য

  • কোর্সের জন্য বাংলাদেশে সবচেয়ে ভালো প্রফেশনাল এবং ট্রেইনারদের নিয়ে আসা
  • সব কোর্স হবে বাংলায়. আমরা বাংলাতে তথ্যপ্রযুক্তির কন্টেন্ট কে সমৃদ্ধ করতে চাই
  • কোর্স গুলো সহজলভ্য এবং সবার নাগালের মাঝে রাখতে চাই
  • একটা ইন্টার একটিভ ই - লার্নিং প্লাটফর্ম করা